বৈশাখ তুমি মায়ের আলতা শাড়ি
প্রেয়সীর ওই ঝুমকো কানের দুল,
বৈশাখ তুমি ভোরের রৌদ্র মেখে
ফুটে ওঠা কতো স্বপ্নের ঝিঙে ফুল।
বৈশাখ তুমি নূতনের গানে গানে
ফেলে আসা কত স্মৃতিদের পিছুটান,
বৈশাখ তুমি বাবার ক্লান্ত চোখে -
ভালোবাসা ঘেরা একমুঠো অভিমান।
বৈশাখ তুমি বাংলার মাঠে ঘাটে
লিখে রাখা প্রেম, শান্তির ব্যাকরণ,
বৈশাখ তুমি কংসাবতীর পাড়ে
আদর ছড়িয়ে, কবিতায় বেঁধো মন।
বৈশাখ তুমি আঙিনায় এসে বসো
মুছে দাও সব আবেগী অন্ধকার,
বৈশাখ তুমি দিয়ে যেও শেষ বেলা
ভালো রাখার এক সাহসী মেসেঞ্জার।