ভাষা থেকে ভাষান্তরে-এক নক্ষত্রের গলন ...
নিশ্চিন্তে বেঁচে থাকে গোবর দেওয়া দ্বার।

লিরিক্সের লাবন্য জেগে ওঠে -
মায়ের আঁচল থেকে লাউয়ের মাচা।
ওদের কোনো দোষ নেই! ওরা সদ্যজাত।

লাল জবা ল্যারিংস যদি অধীনতায় প্রেম খোঁজে
তবে, ইতিহাস তোরও কোনো দোষ নেই।

বর্ণমালা, তুমি ঈশ্বর হয়ে থাকো।