নদী যদি ঘুমুতে চায়, তাকে ঘুমুতে দাও
শতাব্দীর সবিতা বলেছে -
বাষ্পায়নের শয্যায় অভিশপ্ত হয়েছে ঈশ্বরের যৌবাঙ্ক !

প্রতিনিয়ত বিষ গিলে গিলে
নীল হয়ে আসে ওজোনের যৌবন !

সবিতার জরায়ূ হারিয়ে গেছে -
মহাজাগতিক নার্সিংহোমের
কোনো নির্জন সংকলনের বারান্দায় ...

সবিতা সংগম চায়, ঈশ্বর মুখ লুকায় !

নীল তিমিরের গর্তে -
পুড়ে পুড়ে যায় পৃথিবী নামের ছেলেটা ...