আজ বসন্ত নেই বাংলার বুকে নেমেছে সর্বনাশ
পৃথিবীর বুকে মাদুর পেতেছে করোনার ভাইরাস।

মৃত্যু মিছিলে লীন হয়ে গেছে পোড়া পৃথিবীর ঘর
এভাবেই জানি কেটে যাবে কত সহস্র বৎসর।

এত আলো তবু আলো নেই আজ নেমেছে অন্ধকার
লকডাউনের পৃথিবীটা শুধু করে চলে হাহাকার।

বায়োলজিক্যাল মারণাস্ত্রটা - কে নেবে এটার দায়!
ঘুমে জাগরনে তাড়া করে আজ বিষাক্ত করোনায়।