ভিতর ঘরের আয়না গেছে ভেঙে
প্রতিচ্ছবি গিলছে মোবাইলে
ভালো রাখার শহরগুলো সবই
ঘুম এঁকেছে সস্তা স্লিপিং পিলে।
নিরবতায় সবাই জেগে আছি
চুপকথারাও আঁকছে ভীষন ক্ষত!
এই পৃথিবী বলছে তবু হেসে -
মানুষগুলো থাকুক যে যার মতো।
রাজনীতি আর স্বেচ্ছাচারের ধোঁয়া
আদর মাখায় গরম চায়ের কাপে
শান্তিপ্রিয় লক্ষ কোটি প্রাণী
কাঁপছে দেখো গভীর নিম্নচাপে!
জনগনের মূল্য কোথায় বলো
গনতন্ত্র শুধুই ভেলকিবাজি!
চলো তবে যে যার নিজের মতো
আয়না দেখেই ইচ্ছে মতো সাজি।