হায়!
কিছু সৃষ্টি এমনই অগোছালো
কিছু পথ এমনই নির্ঘুম
কিছু যাত্রী এমনই অসহায়
পোড়া বৃষ্টির ঝরে পড়ার শব্দতুলিতে
পুড়তে থাকে অভিশপ্ত ঈশ্বর
গর্ভকেশর থেকে সবটুকু বীর্য
অজান্তেই পান করে অবাধ্য প্রজাপতি
বাধ্য ব্যাধের তীরে আঁকা থাকে
রাষ্ট্রের যোনি
তুমি আর আমি -
সন্তর্পন সন্তরনে মাছরাঙা প্রেম নিয়ে সাকার ...
ছুঁয়ে ছুঁয়ে যাই মৃত্যু গন্ধের রজনীগন্ধা ...