নিউটনের ওই আপেলের মতো
বিবেকের পোড়া পথ
অভিকর্ষজে মাটি মাটি তার টান
রাতের বালিশে চেতনার বড়ো ঘুম
চক্ ডাস্টার - ফাঁকা ফাঁকা ক্লাসরুম
জারন আঁকড়ে বিজারিত সম্মান ।
সারা পৃথিবীটা কংক্রিট হয়ে যাক
সসম্মানের সিঙ্গুর নামই থাক
থাক - ক্ষেত খামারের নবান্ন জুড়ে-
আধপোড়া উড়ো ধান ।
সামনেই আলো, আর একটু চলো
- শুনছ অনির্বাণ ??