বছরে একবারই আসে আমার জন্মদিন
প্রতিদিন একবারই আসে আমার মৃত্যুরাত ।
প্রতিরাতে সেই ভাঙনের ছায়াছবি
সমাজে না বলা মানুষের কত দাবি -
অস্ত্র বস্ত্র থালাভরা মুঠো ভাত ।
তাদের জন্মরাত
হাত আছে তবু আমাদের নেই হাত ।
আমার জন্মদিন
অমূল্য তবু আমরা মূল্যহীন ।
সাদা কালো সব স্বার্থের পাতা
প্রচ্ছদ বেরঙীন ।
আজ, নিজেকেই বলি নিজের দুয়ারে -
হে আমি, এবার আমার জন্ম দিন ।