এক দুপুরে বাড়ির ছাদে বসে
হঠাৎ যদি স্মৃতির আলো মাখো!
দেখবে আমি আকাশ হয়ে গেছি
দৃষ্টি দিয়ে আমায় ছুঁয়ে দেখো।
কিংবা যদি কোথাও কোনোদিনও
গানের সুরে ভীষণ মনে পড়ে!
আগলে রেখো সুরের কথাগুলো
গানের মানুষ ফিরবে না আর ঘরে।
কিংবা তুমি স্বপ্ন দেখো যদি
ঘুমিয়ে আছো আমার ভাঙা বুকে!
হঠাৎ করে ঘুমটা ভেঙে গেলে
রাত বিছানায় খুঁজবে চারিদিকে?
কিংবা ধরো অনেক বছর পরে
মনখারাপে আমায় যদি ভাবো!
সেদিনও ঠিক তোমার ডায়েরিতে
না লেখা এক গল্প হয়ে যাবো।