ধানের মরাই, ঘুঁটের দেয়াল
ধূলো পথের খোঁজ
'তিনটে শালিক ঝগড়া করে'
খড়ের চালে রোজ।
শালিখ শালিখ গল্প তোদের
শান্ত নদীর জল
শূন্য হলেও ঠোঁটের শহর
হাসিতে উচ্ছ্বল।
শূন্যতা থাক, থাকুক বৃষ্টি
থাক না হাজার শোক
সূঁচ-সুতোরই সেলাই গল্পে
তোদের ভালো হোক।
তোদের কাছে গল্প আছে
রৌদ্রে পোড়া হাত
নোনতা ঘামের গামছা বাঁধা
পেঁয়াজ পান্তাভাত।
শালিখ ডানায় শান্তি কতো
থাক না একটু সুখ
যায় না কেনা বাজার দরে
তোদের হাসিমুখ।
হাসির রঙেই ঝগড়া-ঝাটি
হাসিতে নেই জ্বর
তোরাই প্রিয় ভারতবর্ষ
মায়ের আঁচল ঘর।