আজ আসরে চৌ-একের চৌকাঠে পা রেখে মূল্যবোধের বর্ষাকে আপন করে নিলাম । আজ আমার মোট কবিতার সংখ্যা ১১১১ । বেশ মজার সংখ্যাটি ।
যেন চৌ-শতাব্দীর বাষ্পায়নের পর শূন্য দশকের বিমূর্ত বিরহের চৌকিদার আজ বর্ষায় তুলে নিয়েছে সাধের লাঙল ।
আহাঃ চষা মাটির গন্ধ ! গ্রামের গোটা দশ শৈশব জমিনের ঘোলা জলে কাঁকড়া কুড়িয়ে কুড়িয়ে আঁচল ভরে । ভরো ভরো পুকুরের জলে পাকা তালের সুন্দর আত্মহত্যার ছবি, যেন প্রস্তর যুগের কোনো আদিম মানব-মানবীর দৈহিক বাতায়ন খুলে নিয়ে গেছে টর্নেডো প্রেম । আর কিছু নয় ।
খড়ের চালে ঝম্ ঝম্ ঝরে পড়া মৌসুমীর কান্না ভেজা ঘুঁটের ধোঁয়ায় আবছা হতে হতে হারিয়ে যাওয়া দিন- মূল্যবোধ ।
আজ আসরে আমার সেরকমই এক জীবনমুখী শিক্ষামূলক নিবেদন- "তোমার ঘুম ভাঙানোর আমি কেউ নই" ।
সত্যি তো- হবই বা কেন !!
আসরের সমস্ত কবিবন্ধুদের প্রতি সপ্তসাগর প্রেম ও অশেষ শুভকামনা । ভালো থাকুন ভালো রাখুন ।