এ পাড়ার শব্দকুমারী
ঘর বদলেছে সবুজ হাওয়ায়

খড় ছাওয়া চাল ছেড়ে চৌতলার ফ্ল্যাট,
মাটি মাটি বারান্দা থেকে দেখা রামধনু
এক বুক সিঙ্গুর ক্রংক্রিটের চর্তুভুজে
রংধনু হয়ে গেছে এখন

বীজ পড়ে, বীজ মরে ...
কৃত্রিম শষ্যাবর্তে এক শিল্পভাবনার ফসিল

শব্দকুমারী, তুই এখন হাওয়াই চটির হাওয়া মাখ