ঘটা করে বলতে বলিনি "ভালোবাসি"
শুধু বলেছি -"বলুন"
অমোঘ কৌশলে ফিরিয়ে দিয়েছিলেন সচরাচরের মতো
(অস্বীকারে কি ফেরানো যায়?)
অথচ কেবল "বলুন" বলতেই যে -
সহসা টের পেয়েছিলেন গভীর সত্তার ব্যতিব্যস্ত সংকেত
এই যে বোধের আকস্মিক বোধ
ভেতরে কম্পন তুলেছিল গুটিকয়েক মহাকাল
এই যে সুনিবিড় টেলিপ্যাথি,কথা বলেছিলো অকথায়
ধ্রুপদ তরঙ্গ বয়েছিলো তোমার হৃদয় থেকে শরীরে
ঠিক এই যে অন্তর্ঘাত
-এই তো পরিচয়, এই তো স্বীকৃতি
আমাকে এড়িয়ে যেতে পারো,অস্বীকার করতে পারো না