এসবের কিছুই তো হয়নি
যা কিছু যেভাবে ছিলো -আছে সেভাবেই
কোনো বিদ্যুৎ চমকায়নি -মুহূর্তও
ধারণ করে আছে তার সাবলীল পতনোন্মুখতা
কোনো উত্তাল শিহরণ তার তরঙ্গ বিস্তারে
আমাতে বয়ে যায়নি নদীর মতো
জলজ আঘাতে পাড় ভাঙনের মতো দৃশ্যকে
অসহ্য সন্ধানে পৃথিবীকে দেখিনি এতো করে
কোনো পরম আনন্দের মতো মৃত্যুকেও উপভোগ্য মনে হয় নি -যে বোধি নিংড়ে যাবে আমাকে
তাবৎ বিবর্তনের অত্যাশ্চর্য বাসনার উদ্রেকে...
হয় নি,এসবের কিছুই হয় নি
যা কিছু যেমন চলছিলো -জরা অথবা সুস্থতা -চলছে অবিকল
অথচ বিশ্বাস করো, যখন রেখেছিলাম হাত তোমার হাতে প্রথম
আমার মনে হয়েছিলো,এই বুঝি হয়ে গেছে
এই বুঝি কিছু নিঙড়ে গেছে -ভেতরে,ঠিক তার চেয়েও গভীরে কোথাও