এইসব শীতবর্ষার দিন এলে মনে পড়ে যায়
জীবন তবুও খন্ড খন্ড আমি'দের সমষ্টি
সেইসব গল্পের কথা -যা কখনোই ঘটেনি
নাগরিক কোলাহলে কোথাও ওম-সুর নেই আর
বহু প্রজ্ঞা,বহু দর্শন,বহু ইজমের গুরুত্বে
যা কিছু পেরিয়ে যাওয়া গিয়েছিলো
প্রাপ্তি অথবা পতনের খাতায় -অলিখিত সত্য সেসব
আমিও জেনে গিয়েছি অবাক জার্নাল
মানুষের সঠিক সংজ্ঞায়নে
সর্বদা ব্যর্থতা অর্জন করেছে মানুষ
তবু এইসব শীতবর্ষার দিনে এলে মনে পড়ে যায়
তার কথা -যার সাথে আমার যোজন যোজন অপরিচয়
যার বিপরীতে দাঁড়ানো হয়নি কোনদিন মুখোমুখি
এবং সেইসব গল্পের কথা -যা কিছু ঘটেনি কখনোই..