তাচ্ছিল্য করো,এক মুহূর্ত করুণা নয়
উপেক্ষা করো,যা কিছু প্রাপ্য আমার
অথবা গ্রহণ করো চির অনাশ্রয়ে
আমিই যা কিছুর একমাত্র উত্তরাধিকারী
অবমাননার প্রবল ঝংকারে জর্জরিত করো সমূহ আকাঙ্ক্ষা
বিনিময়ে বিনামূল্যের ভালোবাসা দিতে পারি
যা আদত সমস্ত প্রত্যাখানের ঊর্ধ্বে,যাবতীয় ভেতর-বাহির
যদিও সমীচীন অথচ
যা এখনো মহামারী হয়ে ওঠেনি মানুষের শহরে
(এই ডিসেম্বরে দেখা হলে
এইরূপ আক্ষেপ নিয়ে অর্জন করা যেতো কিছু মহৎ দুঃখবোধ)
যা বুক পেতে নিয়ে সুতীক্ষ্ণ অপমান
ক্ষমা করে দিতে পারে প্রেমিকার প্রকৃত অপরাধ
তুমি বরং নির্ধারণ করো সত্যের ভেতরে নিহিত সত্য
প্রশ্নবিদ্ধ করো নিজেকে
কতোটা স্ববিরোধী হয়েছো আর কতোটা স্বেচ্ছাচারী?
ব্যক্তিগত ইচ্ছার হত্যা-বিদ্যা মানুষের অজানা নয়
তুমিও গিয়েছো জেনে এইসব গোপনীয়তা
তবু কিছু প্রশ্নবোধক অস্থিরতা তোমাকে শাঁসাবে প্রতিনিয়ত
(শান্তি যেহেতু একটি নেতিবাচক শব্দ)
যা কিছু হয়েছে;অথবা যা কিছু করোনি
তার মাহাত্ম্য এই যে,তুমিও দ্বিধান্বিত বহুবার
প্যারাডক্সিকাল প্রশ্ন সমূহের প্রত্যুত্তরে
জীবন আদতে যেকোনো অবস্থানেই
উভমুখী সত্যের সম্মুখে দাঁড় করায় আমাদের
(অথচ থেকে যেতে হয় যেকোনো একটি প্রারব্ধে)
এবং নিজস্ব পরিণামের সমস্ত দায় শুধুমাত্র ব্যক্তি মানুষের
যাপিত জীবনে যদি টের পাও এইরূপ তত্ত্ব
কখনো জিঘাংসা রেখো তৃতীয় চোখের কাছে-
নারী হিসাবে কতোটা প্রেমিকা;আর কতোটা মানুষ তুমি?
"শ্রেষ্ঠ নয়
বরং শৌর্যশালিনী হয়ো
কেবল প্রেমিকা নয়
বরং মানুষ হয়ো"
এছাড়া যা কিছু বলার ছিলো-
তার সমস্ত গিলে ফেলেছে আমাদের ব্যক্তিগত অবস্থান