সে তুমি যতোই নিখুঁত অভিনয় জানো না কেনো
যা করেছো -সময়ের ব্যবাধানে সকলেই তা জেনে যায়
(এবং যতোদিনে জানা হয়ে গেছে বোলে জেনে যাবে
ততোদিনে তুমিও দেখে নিয়েছো অন্যদের অভিনয়
অবগত হয়েছো বহু মিথ্যা এবং তার কারণ সম্পর্কে
উদ্দেশ্যের দিক থেকে যা হতে পারে মহৎ অথবা অসৎ)
কেননা আমরা প্রত্যেকেই এই শিল্পে দীক্ষিত
কেননা প্রত্যেকেই আমরা প্রকৃত মিথ্যাচারী
তাই যে সত্য বলা হয় নি,তা আর বলার প্রয়োজন পড়েনি