কোন এক বেদনা এসে যায় অবশেষে,মোহন অভিশাপে
নীলানন্দের গান শুধু বহতা রাত্রির বুক জুড়ে
কি তুমি এখনো জোছনা মাখো -হাহাকারে?
.
সময়ের আঙুল থেকে ছিটকে পড়ে কবিতা যেটুকু উদ্যমে
বিস্মরণের পথ রেখেছিলো চিহ্ন তার,করপুটে শূন্য রেখেছিলো যক্ষদেবতা এবং তার'ই সপক্ষে নৈঃশব্দ্যের অভিধান
অলকা নয়,এই নিখিল নাস্তি তোমার -বলে যায় হৃদয় আমারে।