দ্যাখো সূর্যোদয় দ্যাখো, এই দিন আমাদের বিচ্ছেদের
নিয়ে হৃদয়ের সমস্ত প্রখরতা,অভিনন্দিত করো যাত্রাকে
প্রকৃত করে কিছু মিথ্যা রেখে যেও মহাকাল
যে প্রেম বেঁচে থাকার মৌলিক উপাদান। রেখে যেও...
সেদিনের পর একদিন,তারপর আরও কয়েকদিন
তোমাকে নিয়ে একটি সুদীর্ঘ কবিতা লিখবো ভেবে
আমার মনে পড়েছিলো শার্ল বোদলেয়ার (যদিও বোদলেয়ারকে আমি চিনিনা,বোদলেয়ার কে?
আমি চিনিনা)
এবং মনে পড়েছিলো তাঁর মহৎ গণিকাদের
যারা তোমার কন্ঠে কথা বলে
"মানুষ" গায় শব্দশরীর নিয়ে
আহত করে কবি হৃদয়
আবার রোমাঞ্চপ্রিয় অসুখ রেখে চলেও যায় কী
এক সহজ অবলীলায়। লিখেছিলাম,
"রাইটার্স ব্লক চলছে,অথচ
কবিতার আলপথ বেয়ে তুমি হেটে চলেছো
আমার ভেতর দিয়ে -শিকারে অথবা অস্বীকারে
আমার সকল দিকভ্রান্ত নিশানা জুড়ে তুমি! "
উপাসনালয়ে যাওয়া হয়না বহুকাল
ভক্তিতে প্রেম নেই আর,সবাই এখন কেমন
ব্যাপারমুখী হয়ে উঠছে দিন দিন,এমনকি ঈশ্বরও !
"তুমি" অর্থাৎ প্রেম -সকাম প্রার্থনার উপলব্ধি এক
জেনেছিলো বলে মানুষ,ঈশ্বর হেটে বেড়ান
এখনো মানুষের শহরে,মানুষের হাতেই করেন পাপ।
আলো দি,আপনি আমার "পাপ" হবেন?
ডুবে যেতে চাই একবার,সম্পূর্ণ অস্তমিত হবার আগে
যেহেতু পবিত্রতা নয়,যেনো তোমার শরীরে
আঁচড় কাটতে কাটতে শুদ্ধ হতে চাইবো
নষ্ট হতে চাইবো বহুবার।
শুনেছি,মানুষ অভিনয় করে
কখনো কখনো,অভিনয় করবার অভিনয়
করে। তুমিও তা'ই
চোখের হাসিতে রেখেছো যে সুতীব্র প্রত্যাখান আর উপেক্ষার জৌলুস,দেখিনি?
যা-কিছু বলো নি,তাও তো শুনেছি
কেউ না জানুক,মিথ্যা জানে
তোমার দৃষ্টির কাছে আমি কতোটা দুর্লভ।
চাওয়া থাকে, না-পাওয়া গুলোতেই -তুমি বললে,তবু
আমি চলেছি বাঁচতে,যেহেতু
তোমার অভাব প্রয়োজন আমার
যেহেতু তুমিই আমার শেষ সকাল
গোধূলি মিছিলের শেষ চিৎকার
মৃত্যুযাপনের শেষ জন্ম..
এই বিদুর পথ -এই পথেই আমার প্রতীক্ষার ভ্রমণ।
দিব্যি মানুষের,প্রেম ভিন্ন আর কোনো অভিনয় নেই এখানে ।
বন্ধ হাতঘরিটাও দিনে দু'বার করে সঠিক সময়
বলে দেয়, কেউ থেমে নেই
যে ভালোবেসে চেয়ে আছে ওই সুদূরের অনিশ্চয়তার দিকে, এমনকি সেও।
সমূহ আয়োজনে বংশলতিকার মতো
বয়সের দেয়াল ফুঁড়ে তুমি বেড়ে উঠো এসো হে ঈশ্বরী
আমাকে আকড়ে ধরো এমন
যেনো পৃথিবীতে কেবল আমরাই একমাত্র
কেবল আমরাই বহমান
সৃষ্টির আদি হতে ধ্বংসের শেষ অবধি
যুদ্ধের শুরু হতে নতুনের সঞ্চার অবধি...
তবু এইসব প্রেম-প্রেম খেলা শেষে একদিন
ফিরে যেতে,হেটে যেতে হবে আমাদের
যাপনের মিছিলে বেজে উঠবে "the end"
যেহেতু বিবর্তনের ধারায় মৃত্যুযোগ্য একটা সহজ জীবন
আমরাও পেয়েছিলাম। ওহ প্রিয়,
প্রতিদিন ফুরিয়ে আসছে আমাদের চিরদিন।
তোমার চলে যাওয়া ইতিহাস নয়,কক্ষনো নয়
তুমি থেকে যাচ্ছো আমাদের গল্পে
তুমি থেকে যাচ্ছো কবিতার উৎসে
তুমি থেকে যাচ্ছো মুখে মুখে ফিরে আসা
মানুষের গানে
তুমি থেকে যাচ্ছো মঞ্চস্থ কোনো এক বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্যে
যদি বলো ইতিহাস;তবে তা'ই....