আমিই অবশিষ্ট, হৃদয় হাতে আড়াই চালের প্রতীক্ষা করে থাকা প্রেমের সহিস -তোমার সাথে আমার ব্যবধান ঐ দশমিক পর্যন্তই ! শিল্পেরও গর্ভপাত হয় এবং আমি অবধিই যেহেতু ক্ষুদ্র পরিমাপের এই দিগন্ত ব্যাপন, তারপর আর কোনো দূরত্ব নেই, অস্তিত্ব ভিন্ন কোনো শূন্যতাও নেই  -জ্ঞ্যাত হবার পর অবিশ্বাসের চোখে বিপন্ন মরাল;বিদ্রুপ নিয়ে চেয়ে আছে সমগ্র আয়োজন -বৃথা সব তবু অপরিহার্য।কালের অশান্ত মিছিল  নীরবে বাজো,যেহেতু প্রবাহে আবহ আসে এখনো মিলনের যেহেতু লৌকিক রোমাঞ্চে তরঙ্গায়িত হচ্ছে যাবতীয় রদবদল যেহেতু শব্দেরা পেয়ে গ্যাছে কবিতার মিথ্যা শরীর
অতএব সত্য  --আপনাকে চ্যাক-ম্যাট!