শুনেছি,প্রেমের বিপরীতে জ্বলে হিংসার রোষানল
থাকে বর্বর হয়ে ওঠার সমূহ সম্ভাবনা
আমি তো গৌতম নই যে,স্থির থেকে যাবো
আমি সেই চির অহংকার,যে বলেছিলো-
"তুমিযোগ্য কোনো মূল্যায়ন নেই"
আমি সেই চরম উপেক্ষা,প্রত্যাখানের জৌলুস
আমি গান্ধী নই যে,অহিংস থেকে যাবো
আমি গীতার শ্লোকসমুদ্র
যা আদতে প্রেরণা জোগায় যুদ্ধের,ধ্বংসে থাকে নির্মোহ
এই জেনে একদিন
একদিন খুব করে এসে যাবো
ভালোবাসার নয়;
বরং ঘৃণার স্বীকৃতি পেতে
তোমাকে অবমাননা করার কোনো সুযোগ দেবো না।