#তুমি
লেখাঃ ডি.কে. ধর
------------------------------------------------------------------


তুমি অামার অবুঝ হৃদয়ের একমুঠো পবিত্র প্রেম,
মুখ থুবরানো নিরাশার ঘরে অালোকিত পূর্নিমা শশী
জোনাকির মিটমিট অালোয় শতবর্ষী সন্ধ্যা প্রদীপ,
ভুবন ভোলানো হাসির স্রোতে তুমি চপলা হরিনী।

তোমার বক্ষে মাথা রেখে ভুলে যাই সমস্ত অপ্রাপ্তি,
তোমার শীতল ছোঁয়ায় সম্মোহিত হই বারংবার।
তুমি অামার সমস্ত স্বত্ত্বার অনাবিল শান্তির বারতা।
অামার অন্তঃপুরে সদা তোমার অবাধ বিচরণ।

ভালোবাসাহীন মরুর হৃদয়ে তুমিই একফোটা জল,
তোমার চরণের নিক্কন ধ্বনিতে অালোড়িত ধরণী।
অাগুন ঝড়া ফাগুনের ভালোবাসার কৃষ্ণচূড়া তুমি,
তুমিইতো শরতের অাকাশে ওড়া দুরন্ত তুলোমেঘ।

তোমার পায়ের নরম ছোঁয়ায় শিহরিত হয় দূর্বাঘাস,
মরা নদীও কুলুকুলু স্রোতে চিরযৌবনা হয় অজান্তে।
দক্ষিনা হাওয়ারা তোমাকে ছুঁতে ধেঁয়ে অাসে সবেগে
অানমনা দোয়েলও গান শুনিয়ে যায় অানন্দে।

প্রিয়! অামার হৃদয়ের কোন মেরুতে তোমার বাস?
কতটাইবা অামার হৃদয়ে করেছ ভালোবাসার চাষ?
বোধয় অামার সমস্ত হৃদয়ভূমিই তোমার দখলে
শরীরের প্রতিটি ধমনীতে বিদ্যুতবেগে ছুটছো তুমি।

তোমার কোলে মাথা রেখেই অামার পরম প্রশান্তি,
তোমার উষ্ণ নিশ্বাসের অপেক্ষায় সমস্ত বৃক্ষরাজি।
অাড়মোড়া দিয়ে নব উদ্যমে জেগে ওঠে প্রকৃতি,
তুমি অামার প্রেমিকা নও, তুমি অামার দেবী।