আলোহীন আঁধারে একা আমি যাত্রী,
ভালোবাসা বিষাদের অভিশপ্ত রাত্রী।
মেঘেদের ভাঁজে ভাঁজে শশীকর সুপ্ত,
অাধারের রজনীতে দিবাকর ছিন্ন।

সুনসান নীরবতায় চারিদিক স্তব্ধ,
সোডিয়াম বাতিগুলো জ্বলে জ্বলে জব্দ।
ধুলোজালে জড়ানো মায়াবিনী নগরী,
ভালোবাসা যেন আজি চপলা হরিনী।

দখিনা বাতায়নে বাতাসেরই ঝাপটা,
ভালোবাসা ছলনাতে হলো চিড়ে চ্যাপ্টা।
ছুটে চলা পথগুলো যেন গেলো থমকে,
ভালোবাসা সোনা রং কেন গেল পাল্টে?

কানন-কুসুমে এখন আসেনাতো অলি,
বেলাশেষে হলো বুঝি ভালোবাসা বলি।
বুকে পোষা ভালোবাসার নিশাচর সঙ্গী,
নির্ঘুম চোখে আজি নির্বাক ভঙ্গী।

আফিমের নেশাতে টালমাটাল চিত্ত,
বুক ভরা ভালোবাসা ছিল মম বিত্ত।
হারিয়ে দুকুল আমি আজ বড় নিঃশ্ব,
তবু বুঝি ভালোবেসে করবো জয় বিশ্ব।