আমি ভালোবার বিজয়স্তম্ভ গড়িতে চাহিয়াছিলাম,
তব হৃদয়ে দু"গোটা ভালোবাসার বীজও বুনিয়াছিলাম
কিন্ত তোমার তটস্থ হৃদয়ে বীজদ্বয় অংকুরিত হইলোনা,
হয়তো ভীষণ খরা ছিলো সেখানে, নয়তো ধুধু মুরুভূমি।
তব লোচনে কখনো আমি ভালোবাসা দেখি নাই
কিংবা কেশরাজির ভাঁজেও ভালোবাসা খুজি নাই,
শুধু আকুতিভরা ভালোবাসায় বারংবার তোমার দ্বারে,
তোমার নির্বাক চাহুনিতে খুন হওয়া এক জ্যান্তলাশ।
সহস্রবার আমার চোখে নোনা জলপ্রপাত বহিয়াছিল,
কিন্ত সেই জলপ্রপাত ছিলো তোমার প্রক্ষালন বারি।
তোমার হৃদয়ে ভালোবাসার অংকুরিত করিবার তরে
আমি বারংবার কুর্নিশ চিত্তে উদগ্রীব ছিলাম।
তবুও ভালোবাসারা আর অংকুরিত হইলোনা।
গোধূলীর রক্তিম আভা তোমাকে যেন পাষন্ড করিলো
হৃদয়ে এক পাষাণ বেদী বাধিয়া দিলো,
তবুও তোমাকে ভালোবাসার ডনকুস্তি আমি লড়িবো।
একদিন আমার ভালোবাসার নগরে ক্রীতদাস হইবে,
আমার ভালোবাসার উপত্যকায় তুমি কারারুদ্ধ হইবে
আমার হৃদয় হরনের অপরাধে তোমাকে বন্দী করিবো,
হৃদয়ের এজলাসে তোমাকে যাবৎজীবন দন্ড দিবো!!