নাগরিক জীবন আর শহুরে ব্যস্ততা,
সময় হাত ধরে ঘনায় মলিন সন্ধ্যা।
নববধুর সিঁথিতে জ্বলজ্বল সিন্দুর,
পূজোর ঘরে ধুপ আর সুমধুর গুনগুন।
বাইজি বাড়ীতে জমে রাজকীয় জলসা,
পাগলা প্রলাপে মগ্ন রাজবাড়ীর আমলা।
বিত্তের শেকলে ঘেরা মায়াবিনী নর্তকী,
মনোরঞ্জন নৃত্যে হয় মাতালেরা সঙ্গী।
নেড়ী কুকুর যেন অাজ ক্ষুধায় কাতুরে,
টোকাইয়ের বুকে আজ পরম আদুরে।
ফুটপাত শুনশান ব্যস্ততার অবসান,
নিষিদ্ধ পল্লীতে সভ্যতার সমাগম।
স্বার্থের রোষানলে পরাজিত ধরনী,
অাঁধারে অার্তনাদে নিষ্পেষিত রমনী।
ব্যার্থতার গ্লানি আর হতাশার প্রান্তর,
বিষাদের বিষপানে অবুঝের অন্তর।
শহুরে অলিগলি নিকোটিনের ধোঁয়া,
প্রেমহীন হৃদয়ে দাবানলের ছোঁয়া।
ধ্বংস প্রেম তুমি নিষিদ্ধ পাপাচার,
স্বার্থে জড়িয়ে কেন ধর্ষিত বারেবার?
অভিনয়ের চুম্বন ঠোঁটে একে তুমি,
বার বার হেরে যাই প্রেমহীন আমি।
উর্বর বক্ষ নয় চাই শীতল হৃদয়,
পাগলা সুবোধ আমি অতি প্রেমময়।
হৃদয়হীনা পাষানী তুমি অভিশপ্ত অপ্সরী,
বিষাক্ত ভালোবাসায় এখন দুর্বল ধমনী।
ক্রমে ক্রমে ক্ষয়ীভুত নশ্বর দেহটি,
কীটেদের মহোৎসবে আপনারে আহুতি।