'তুমি ও পান্ডুলিপি'
(জীবনানন্দ দাশের মৃত্যু দিবসে)
সমস্ত দিনের শেষে গাঢ় অন্ধকার নেমে আসে।
শুধু অন্ধকার- দুচোখে ব্ল্যাকহোল কালো।
ট্রামের চাকার নিচে নিস্তব্ধ দিনগুলি;
আস্তিনের পকেটে গুঁজে থাকা সাদা ধবধবে ধুতির বাবু করা প্রান্ত
সবকিছু - সবকিছু রাস্তার পিচ কালো পথে স্বর্গ ছুঁয়ে গেল।
দপ্ করে নিভে যাওয়া সূর্য-নক্ষত্র-
রশ্মিগুলো তাঁর~
সোনালী ডানার চিলে মেখেে~
বাংলার কাশবন পেরিয়ে~
দূর বিদিশার অমানিশাতে
আকাশের শুকতারায় জ্বলজ্বল ঠিকানা করে নিল।
সে-তুমি-আমি দিশা পানে চেয়ে
খুঁজে ফিরি তোমাকে বনলতা
সমস্ত বাংলার পথে প্রান্তরে
শান্তির অন্বেষণে।
দুঃখ-কষ্ট অবসরে মেলে ধরি পাণ্ডুলিপি।
বিবর্ণ অক্ষর গুলো গলে গলে
পাখির নীড় থেকে চুঁয়ে চেুঁয়ে
হয়তো কোন একদিন সন্ধ্যায়
বৃষ্টি হয়ে শ্যামলিমায় ভরে দেবে;
আনন্দিত নদীর মতো ঠিকানাহীন অসীম প্রান্তরে।
নীহারেন্দ্র নাথ চৌধুরী
৭/৯/২০১৬