আমার কেন মৃত্যু হবে?
আমি বেঁচে থাকব শত বৎসর,
সহস্র বৎসর - লক্ষ-কোটি বছর।
যতদিন সূর্য বেঁচে থাকবে - মিল্কি ওয়ে যতদিন। থাকবে আরো, আরো, আরো বেশি
দ্যুতিহীন হবো না কোনদিন,
জীর্ণ পাতা পড়বে না ঝরে কোনদিন বৃন্ত থেকে আমার
অনুর্বর হবে না কখনো জরায়ু আমার
কিম্বা মন্থন শেষে উঠবে না হলাহল।
রাতের পিঞ্জরে অস্তমিত হবেনা শশী কলা
নিভে যাবে অন্ধকার, নামবে দিনের শিশির
মরবে না শুঁয়োপোকা অন্তরে বসবাস
প্রেম জেগে রবে চিরকাল - মরণ কেন হবে?