এসো ফাল্গুনী, বেরিয়ে এসো অবগুণ্ঠন চিরে।
তোমার জন্য মেঘের পরোতে পরোতে
আসন রেখেছি পেতে ।
তোমার বুকের ভাষা অঞ্জন হয়েছে আমার চোখে। দখিনা বাতাসে দোলানো তোমার এলোমেলো চুলগুলো আমার হৃদয়ের বাণী।
চোখ বুঝলে আমার হৃদপিন্ডের উঠানামা স্পর্শ করতে পারো, মানি।
তাই তোমার চোখের মৃদু দোলা ~
শিশুর অর্থহীন অস্ফুট ধ্বনি আর-
শূন্যে মেলে ধরা কোমল হাতের কাকুতির ভাষা যেমন,
এখন আমি বুঝেছি ।
আমি যে কবি হয়েছি।