কী করে বিশ্বাস করি হে ঈশ্বর তোমাকে,
স্নিগ্ধতার সরবরে জন্ম দিয়েছো আমাকে?
কী করে বিশ্বাস করি তোমাকে হে ঈশ্বর ,
কুটিল যে হয় তোমার সৃষ্টি মনোহর!
আমার হৃদয় যদি হয়, তোমার হৃদয়
বিশ্বাস-ভঙ্গ কেন না হবে প্রশ্ন সুনিশ্চয়।
পথকলি জন্ম লয় নর্দমার জলে,
পঙ্গুত্বের ঊষা-জন্ম কেন তা ভালে
করিবে বিবশ জীবন। পাপপূর্ব দন্ড,
এও কি বুঝিতে বাকি ঈশ্বর কি পাষন্ড!