আমি আধুনিক,
স্বপ্নকে মান‍্য করি না।
স্বপ্নের কথায় হাসি না, কাঁদি না, প্রেম করি না
শত্রুতা করি না,
এমনকি, আকাশ কুসুম তুলে প্রেয়সীর সামনে জানু বাঁকিয়ে প্রথম প্রেম নিবেদন করি না।
কিছুতেই তারার দেশে মুক্তা রঙের নাক ফুল কুড়াই না।

যারা স্বপ্ন দেখে তাঁরা মিথ‍্যেবাদী।
তাঁরা অলীক  কী সব ইনিয়ে-বিনিয়ে গল্প শোনায়।
বেবিলিয়নের বংশীবাদক কি-না বাঁশীর সুরে
শহরের সব ইঁদুরগুলোকে হিপনোটাইজ করার মন্ত্র শিখেছে।

এক স্বপ্নদ্রষ্টা মিথ‍্যে কথা শোনালো।
পূর্বজন্মে নীরু না-কী বংশীবাদক ছিল।
এ জন্মে সোনাই ডাংগার বিলে মাছ শিকারী
পরজন্মে হবে কথা-বিক্রেতা।
নীরু  স্বপ্ন দেখে,
মৃত‍্যু, শবাধার স্কন্ধে নিয়ে যমালয়ে হাজিররত
আর - উর্বশী নৃত‍্যরত ঘেটুফুল স্বর্গে।
সেখানে জলসা হয় -
গন‍্য-মান‍্যদের আহ্লাদিত করা হয় অপেরা বসিয়ে।
নীরু স্বপ্নচারী, তাই তার  স্বপ্নভঙ্গ হয়না ।

আমি আধুনিক,
মৃত্যুকে ভয় নাই আমার ;
আমি বিপ্লব করি, কথা বলার সাহস করি ;
ভগবানের মন ভোলানো কথার  প্রতিবাদ করি ;
লাশকাটা প্রকষ্ঠে বসবাস করার প্রত‍্যয় নিয়ে মৃত‍্যুশেল বানকে জড়িয়ে ধরতে পারি ;
লাফিয়ে উঠি সমাজ-দৌড়ে বিপন্ন টিকটিকির ল‍্যাজ খসে ফ‍্যালার আনন্দে।