একদিন পৌঁছে যাবো তোমার শহরে
প্রতিটি অলি গলি, চোরাগলিতে
খুঁজবো তোমার গন্ধ
নোনাধরা কিংবা  চকচকে দেয়ালে কান পেতে
খুঁজবো তোমার শব্দ
আর ধুলোকণার মাঝে খুঁজে বেরাবো তোমার স্পর্শ !


একদিন বিমূর্ত হবার জন্য  হলেও যাবো তোমার শহরে  !
তুমি হীন তোমার শহরটা আমার কাছে তুমি হয়ে যাবে নাতো ?