শোনা যাচ্ছে ,
নগরের সমস্ত দেয়াল না কি এক আগুন্তকের কিছু বাক্য দখল করে নিয়েছে ?
তার কিছু আপ্ত শব্দের নাকি সাহস হয়েছে
নগরের সমস্ত দেয়ালকে তাদের আধিপত্যের অধস্তন করে নেয়ার ।
কি এমন বাক্য সেগুলো ?
যার আধিপত্যের কাছে হার মেনেছে শহরের সমস্ত উঁচু উঁচু বিলবোর্ড আর মেকি জনদরদি নেতার পোস্টার ।

ভাবা যায় ?

বড়ই আটপৌরে দুটো কথা অথচ কী এমন উজ্জ্বলতায় ভাস্বর করেছে আমার নগরকে ।গতকাল ইচ্ছে হলো সেই বাক্যদুটোকে দেখার । আমার চিলেকোঠার দেয়ালও দখল করে নিয়েছে বাক্যদুটি ।
আমার রুদ্ধ দুয়ার খুলে আমি এগিয়ে গিয়েছিলাম । দুচোখ স্বার্থক করে পড়লাম ।

লিখা ছিল ,
" জেনে রেখো , হারিয়ে যাক মহাকাল আর এই শহরের সবচেয়ে সুন্দর বিকেল বেলা ,
তবুও আমার মস্তিষ্কের সমস্ত কোষে স্থির সময়ের স্থিরচিত্রের মত বিবর্ণ হলেও চির উজ্জ্বল হয়ে থাকবে তুমি নাবিলা ! "


অদ্ভুত সুন্দর !
স্পষ্ট অনুভব করতে পারছিলাম তার মনের সব অব্যক্ত কথা ।
বারবার বারবার বাক্যগুলো লিখার কি এভাবেই আবেগ আর বিনীত অনুরোধ চুঁইয়ে চুঁইয়ে পড়ছিল ?
যেমন আমার চিলেকোঠার দেয়াল থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে !
আচ্ছা , নাবিলার চোখে কি পড়েছে এই বাক্যগুলো ?
তার কী জানা নেই তার জন্য এক আগুন্তকের কত আক্ষেপ !


নাবিলা , আমার শহরে ছেঁয়ে গেছে তোমায় নিয়ে লিখা আগুন্তকের কিছু আপ্ত বাক্য , তোমার শহরের দেয়াল আর তোমার মনের দেয়াল কি এখনও আগুন্তকের বাক্যের দখলে যায়নি ?