নীল গদ্যে এখনও রাঙানো তুই
তবু আমি জ্বলছি জলন্ত খড়কুটোতে...

আর তোর সাঁড়াশি ধরা দুই হাত
পিষছে সাজানো—হারানো বিকেল।

কারণ, তুই সত্যি বলেছিস যা কিছু আজ
তা ঢাকা পড়েছে তোর ঐ মিথ্যের আবডালে।