শরৎ এলো ঘুরে ফিরে আবার সবার ঘরে
চোখ বুজে মা আছিস কেন , মা দুগ্গা হাজির
তোর দ্বারে ।।
এলোমেলো চিন্তা সব তুই রাখিস কেন গুছিয়ে
কদিন বাদেই তোর ঘরেতে আসবে আর এক মা
দুগ্গার মেয়ে ।।
এলো ছুটি ছুটি , ছুটির পরিবেশ
ছুটির মাঝে ছোট্টো ফ্রুটি জমবে
ভারি বেশ ।।
তাইতো , খোকা-খুকি তোরা আয়না ছুটে
পড়া-খেলা ফেলে ; মা এসেছেন বিশ্বভুবন মাঝে
বাংলার গেটে ।।
হল্লা করে ধুম মাচিয়ে ঘুরবো আমার শহর কলকাতা
দেখব কেমন জমে উঠেছে মায়ের আরতি আর প্রীতি
বন্দনা ।।