( ১ )
কবিতায় বানান ভুল !
         পুড়েছে মাথার চুল
টাঁকে দিলে সরষের তেল
        দেখবি দারুন জমবে খেল ।

         ( ২ )
বনে ফোটেনি ফুল
         গাছে নেই কুল
বনে নেই বাঘ
         ছাগ তুই ভাগ ।

         ( ৩ )
লাল পিঁপড়ের বিষ
      দিসনে আর শিস
ভোমরার গান , ভোঁ ভোঁ
      বইছে ঝড় শোঁ শোঁ

         ( ৪ )
পলি মাটিতে সবুজ ঘাস
     জন্মভূমিতে আমার বাস
রুই-কাতলা মিষ্টি জলে
     বাগদা-গলদা নোনা জলে ।

        ( ৫ )
রবিবারের বর্ষায় সবাই মিলে
     খিচুড়ির ভোজন আড্ডাতে
বেগুন আর মাছ ভাজা
    রেখ সব্বার শালপাতাতে