সাহিত্য সন্ধানী সুকবিকে সুকোমল শুভেচ্ছা-স্বাগতম ।।

নীড়হারা নিরালার নিকুঞ্জে নারীর নয়ন নিমজ্জিত নিয়তির নিত্য-নিয়মে ।।

কাবিতার কৃষ্টি কবিকে কাব্যিকতায় , কাব্যরূপে , কাব্যমহিমায় কবিত্বার্জন করে ।।

জীবন-যৌবনের জাগতিক জিম্মায় যুগ জলাভূমিতেই জীবনরুদ্ধ !!