সুপ্রভাত , নতুন দিন , দারুণ রঙ্গিন , ছুটছে হাওয়া , নড়ছে পাতা , ফুটছে কুঁড়ি , আসছে প্রজাপতি , গন্ধে গন্ধে , নিতি নিত্যে , ঝমঝমাঝম বৃষ্টি , বর্ষাদিনের সৃষ্টি ।।
রাজ্য পাটে মন্ত্রি সান্ত্রি , ঘুম ঘরে বাড়ির খোকা খুকি , ঠাম্মি আমার পান সাজে খাবেন নাকি কবি রাসবিহারি ।।
ভিজে রাস্তাতে ফুল ছড়িয়ে , মাড়াচ্ছে দুই কাক কোকিলে ।।
ব্যস্ত সকাল আজ ঘুমিয়ে , ঘুমের দেশে কাল ঘুমে , এবার যাবেই যাবে সব ফাঁকি , তুই ঘুম সর্বনাশী !!
রোজ সকালে একই কথা , শুনছি না আর ওঠরে তোরা , এবার তোদের হাঁটার পালা , চল দাঁড়াই গিয়ে এক গাছতলায় ।।
গাছতলায় যে আছেন কবিগুরু রবি ।।