বেদ বেদান্ত রামায়ণ মহাভারত । ঋক বৈদিক যুগে শুনে শুনে গুরুর দ্বারা পড়া মুখস্থ করা হত ; একে শ্রুতি বলা হত । বহু যুগ আগেও মানুষের মধ্যে ক্ষোভ ছিল , ছিল যন্ত্রণা - প্রেম - প্রীতি ও সাহিত্য চেতনা ।


আমরা রামায়ণেও রাম ও সীতার অনবদ্য প্রেমের ছবি দেখেছি , দেখেছি ভাই লক্ষ্মণ দাদা রাম ও বৌদি সীতার প্রতি কতোটা যত্নবান । সেখানেও গান্ধারীর মতো কূট চরিত্র ছিল , ছিল রাবণের মতো ছলধারী খলনায়ক । প্রভুভক্ত বীর হনুমান তাকেও আমরা ভুলতে পারিনি ।
সীতার বনবাস , সীতা হরণ এবং হল রাম-রাবণের যুদ্ধ !


অন্য দিকে মহাভারতে ছিল ন্যায় নিষ্ঠা সম্পন্ন পাণ্ডব চরিত্ররা ; ছিল কূটনীতি পরায়ণ কৌরব পক্ষ । সেখানেও ছিল শকুনির মতো কূট-রাজ !
সেখানেও হল কুরুক্ষেত্র । আঠারো দিন ব্যপি নৃশংস যুদ্ধ ।


উপরের তিনটি ঘটনায় আমরা খুঁজে পাই , ধর্ম ও অধর্মের টানাপোড়ন ; যুদ্ধ এবং শেষে যুদ্ধ । তারপর আসে শান্তি !


আমার কথা হল আজকের দিনে পা রেখে কেন বেদ , রামায়ণ , মহাভারত এর মতো কাব্যগ্রন্থ পাছি না কেন ; কোন সাহিত্যিকের ভেতর কি সেই রসদ নেই ???