সূর্য যখন পুবাকাশে ওঠে
নানান রং-বেরং দৃশ্য ঘটে
আঁকা-বাঁকা ঐ পথের বাঁকে
ধীর শান্ত-মলিন আলোতে
নবীনতা পাশে আসে ধেয়ে ;
ভরাই-এর মধুর কোমল
গানে প্রাণ মেলে প্রানে ।
রবি কিরন করে বরণ
ধরণি ধরে তার-ই চরণ ;
আলো-অন্ধকারের মিলনে
পাহাড় প্রমাণ সুনীল গগনে
কতোনা সুর তোলে মননে ।
প্রিয়তমা এসো না এমন ক্ষনেতে
কিছুটা সময় থাকি তোমাতে আমাতে !