ভিজে পাশ বালিসে নোনতা স্বপ্ন
একাকীত্বের পৃথিবীতে অশ্রুহীন ক্রন্দন
মায়াবী মুগ্ধতায় স্তব্ধ ।
লেলিহান লোলুপ দৃষ্টির আগ্নিবর্ষণ
লালগোলা সূর্যের মতো কোমল
অথচ খাঁক করে দেবে পুড়িয়ে ।।



লোহা কাটা হাতের জোশ
পেটের টানে ওঠে – নামে ;
তবুও তো বুদ্ধপূর্ণিমার পূর্ণ জোৎস্না
চেরা তালপাতার ফাঁক দিয়ে ওকে চুমু খায় ।
স্বপ্ন ভেঙে শুরু হয় আর এক সকাল ;
দিনের প্রথম আলোয় চিকচিক করে ওঠে বিন্দু বিন্দু ঘাম ।।