সত্যের নিত্য নিপাট মিথ্যের মিথ্যে কপাট
বচসায় কাজ হবে না , চুপ থেকে আর চলেনা
           তাই বেদুইন মনকে বোঝায়
           চলো সব এক হয়ে যাই
           অরাজকতার মূখনীড়তে
           দাপাদাপির মাপকাঠিতে
মিথ্যার কাঁধেই যে আজ সত্যের নিত্য যাতা’ত ।
বাবুদের শর্ত ভারি একাকী সইতে পারি ?
           আমাদের স্বপ্ন ঘুমায়
           বাবুদের কাঁথার তোলায় ;
           বাবুদের মন ভোলেনা
           টাকা ছাড়া তারা চেনেনা
আমাদের স্বপ্নগুলো কিনছে ওরা চড়া দামেতে ,
স্বপ্নেরাও যায় শুঁকিয়ে নিলামের ময়দানেতে !



নোনাজল ডুবছে মরে সমাজের তলপেটেতে
বাবুদের বিছানাতে পদ্মের পাঁপড়ি ছড়াই
আমি আজ নষ্ট মেয়ে !
লজ্জা পাই না তো আর ভাত-কাপড় পেয়ে ।


দিচ্ছি তাই হুঁশিয়ারি ,
চুপ করে থাকলে তোরা ;
তোরাও একদিন হবিই হবি...
আমারই মতো “নষ্ট মেয়ে” ।