ভালোবাসার দ্বন্দ্ব > আজ কাল ভালোবাসা আর ভালোলাগা সবাই যেন কেমন গুলিয়ে ফেলছে ; সব সময় যৌবন রস দাঁত বের করে বিচ্ছিরি হাসি হাসছে ।
ভালোবাসা ভালবাসির শব্দে ; যেখানে অরাজকতা দূর হয়ে যায় , সেখানে আজকাল বিসফুল চাষ হচ্ছে ! কবিতার গহন গাঢ় কালিমাময় বিরক্তিকর লোলুপ বর্ষণ অবাঞ্ছিত ক্রিয়াকাণ্ড করেও ক্ষান্ত হয় না , মনের গভিরে “কবিতা” নামক বস্তুটি “প্রেমময় কবিতায়” আজ কাল খুব কমই জীবন্ত রূপ নেয় ।
আজও একবার হোক না সত্যিই কারের সাহসী প্রেমের লড়াই ; যেখানে যুদ্ধ দিয়ে নয় , সু-কোমল চিন্তার বহিঃপ্রকাশ হয় ; হয় যেন এক মিলন ক্ষেত্র ।
মনের খেয়ালে শুধুই হতাশার ধূসর তামাটে ছবি তুলির টানে না গড়ে , একবার আসুন না পথশিশু দের পাশে দাঁড়াই , তাঁদের যন্ত্রণা......ভাগ করে নিই......আসুন আমরা সবাই পবিত্র মা-বাবা হয়ে উঠি । হয়ে উঠি এক বাস্তবের মূলধন , ভবিষ্যতের বাঁচার দেয়াল ।।