অদম্য ইচ্ছে ,
তবুও ইচ্ছেকে সংবরণ করা
উপেক্ষিত এক জীবন ।
লিখব না বলা কথকতা ,
কিন্তু লিখছি যখন এলো শ্রাবণ
দু’নয়নে ; ভিজল খাতা ।
অদম্য ইচ্ছে হারিয়েছে
ভেজা খাতাও আজ প্রখর তাপে পুড়ে ছাই !
তবুও অদম্য ইচ্ছে ,
নশ্বর কালো ছাই
পবিত্র নদীর জলে ভাসাবো ।


আজও একটা অদম্য ইচ্ছে ,
কিন্তু তার পরিণতি !
কাঁপা কাঁপা স্বর কান্নায় ভরে ওঠে
তবুও অদম্য একটা ইচ্ছে......
ঘিরে আছে , মনের আনাচ-কানাচ !!