ভোরের আকাশ দিল অবকাশ
একগুচ্ছ ভালোবাসা পূরণ করলো
মনের আশা ।।
শান্ত স্নিগ্ধ বাতাস যায় বয়ে
সুমধুরিত নেশা ধরিয়ে ।।
কোকিলের কুহু ধ্বনিতে
প্রানের স্পন্দন পাই হৃদয়েতে ।।
সুস্নিগ্ধ ফুলের বাস
দিয়েছে আশ্বাস
ভয় নেই তোর , আছে সাথে
নতুনের ছন্দ খুব কাছে বসে ।।