দু’চার কথার কিছু এলোমেলো ভাবনাকে একটি পরিপূর্ণ রেখা দেওয়া যাক । নিত্য দিন আমারা যেভাবে বাংলা কবিতার ওয়েবসাইট টিতে ভুরি ভুরি কবিতার ডালি সাজিয়ে তুলছি......সেটা আমাদের সুচিন্তার সমষ্টিগত ভাবনার সম্মিলিত প্রচেষ্টা । সেই প্রচেষ্টা কে ঘিরে আছে সৌজন্যবোধ আর কবিবন্ধুবরেষু মধ্যে পরিচিতি গঠনের পাশাপাশি বাংলা সাহিত্যের মানকে হিমালয় সমান সুউচ্চে নিয়ে যাওয়ার আকুতি । সারা বিশ্বের সাহিত্য সভায় বাংলা আবার শ্রেষ্ঠ আসন নেবে – একথা কবিগুরু রবির কথা । কোন বিদেশি সাহিত্য নয় বাঙালি তার মমত্ব খুঁজে পায় এই সোনার বাংলার মাটিতে , খোলা আকাশে , নির্মল বাতাসে , সবুজ প্রান্তরে , স্রোতস্বিনী নদীতে , পাখিদের কলরবে , প্রেমিকার নিষ্পাপ হৃদয়ে , আর কষ্ট পায় কিনা মন্তব্যতে !


জানিনা , আজ কি মনে হল , আলোচনা সভাতে এই অগোছালো আলোচনা টি তুলে ধরলাম মনের খেয়ালে । আমার এই কথা গুলোতে যদি কেউ কষ্ট পান , বলবেন আমি পোস্টটি তুলে নেব ।