ঝমঝমাঝম বৃষ্টি পড়ে ,
নড়ছে পাতা মৌ বনে
বাজল বাঁশি তাই মনে
পল্লীবধূ যায় ভিজে
সরু পথের ঐ বাঁকে
জল জমেছে রাস্তাতে
চোখ রেখেছি জালনাতে ।
ঝমঝমাঝম বৃষ্টি পড়ে ,
বউ কথা কও ডাকে গাছে
দোয়েল কোয়েল তাই নাচে
দুলতে থাকা সবুজ ঘাসে
ছোট্ট ফড়িং বসে আছে
ভিজছে দেখ প্রজাপতি
আহা দারুণ রঙ্গপতি ।
ঝমঝমাঝম বৃষ্টি পড়ে ,
ফুটো চালে জল ঝরে
নুনের কোটো যায় ভরে
কুনো ব্যাঙে লাফ দিয়ে
ধরছে পোকা উদ্দমে
বেড়াচিতির ওপর দিয়ে
সাপ চলে যায় চুপ করে ।
ঝমঝমাঝম বৃষ্টি পড়ে ,
খেয়া নদীর ঐ পাড়ে
পা রেখেছি একলাতে
নদী পাড়ে নৌকা আছে
মাঝি তো নেই নৌকাতে
যাবোই যাবো মাঝ নদে
দিতে পাড়ি দূর দেশে ।
ঝমঝমাঝম বৃষ্টি পড়ে ,
পড়ছে পড়ুক খুব জোরে
নেব তোমায় মন ভরে
ভিজিয়ে দিয়ে এই বেলা
খেলব এবার সব খেলা
যেমন করে বক দুটি
করছে দেখ খুনসুটি ।
-০-০-০- বরষার আয়োজন -০-০-০-