বাংলা ভাষা কে মায়ের মতো ভালোবাসার তাগিদে , সাহিত্যের মেলবন্ধন ঘটানোর এক অভিনব সাফল্য আর আধুনিক কবিদের কবিতার সাথে মিশে থাকার এক অনন্য প্রয়াস "বাংলা কবিতা , কবি ও কবিতার ওয়েবসাইট , । "


সারাদিনের পরিশ্রম শেষে , ক্লান্ত মনকে ভরপুর আনন্দে ভরিয়ে রাখার তাগিদে "'কবিতার আসর" সত্যিই অতুলনীয় । বাংলা মা তার সন্তানের প্রতি যে কতখানি দায়িত্ববান , তা আপনারা ভালভাবেই জানেন ।।

তবুও আজকাল “কবিতার আসর” – এ খুঁটিনাটি (অসন্তোষ জনক বাক্যালাপ ও মন্তব্য) লেগেই আছে । স্বাভাবিক ভাবে , মা ঠিক আছেন , কিন্তু তার সন্তান দের মধ্যে এক চরম অস্তিত্বের অত্মপ্রকাশ , প্রতিযোগিতায় পরিণত হচ্ছে । যেখানে সৌন্দর্যের সুস্থ দিক গুলিও অসুস্থ হয়ে উঠেছে ।।

সন্তানের ভুল নাকি মায়ের কোন ভুল , নাকি সন্তান দের মধ্যেই ভুলের খিচুড়ি অর্ধ সেদ্ধ হছে । এই বিষয়েই সবাইয়ের চাকা গেছে আটকে । একটা ঠাণ্ডা লড়াই কবিতার পাতায় পাতায় চলছে না কি ?? আপনার কি মনে হয় ??

সবাই ভালো থাকুন , সবাই সবাইয়ের কবিতা পড়ুন । শান্তির মালা আবার তৈরি হয়ে যাবে , আর সেটা তৈরি করতে হবে , আমার আপনার মতো চেতনাশিল ও শুভবুদ্ধি সম্পন্ন কবিদের ।।

অসংখ্য ধন্যবাদ ।। ভালোবাসা নেবেন ।। আজকের আলোচনা এইখানেই শেষ করলাম ।।