(এক)
বিনম্র মধুরতার স্বচ্ছ চিন্তাধারার
প্রতিকী রূপটি সৌন্দর্য ও শান্তি ;
আর হঠকারিতা বা এলোমেলো বিচিত্র নক্সায়
শ্রীহীন অবাঞ্ছিত ক্রিয়াকাণ্ড হতাশা স্বরূপ
মানহানি ও জবরদস্ত দাঙ্গায় লিপ্ত করে ।।
(দুই)
অতীব সুন্দর অতীব পবিত্র এক সতীত্ব
পানশালায় তাকে ঘিরেই তীব্র সমালোচনা ;
সমালোচক বিদ্বান , তবুও নগ্ন কিছু চিন্তা ;
নিশুতি রাতের নির্জন পরিবেশে ফায়দা ওঠায় !
মান বোধের অবক্ষয়ে সবই যায় বিসর্জন ।।
(তিন)
বন্ধুবরেষু , শোন হে শোন পবিত্র অমৃতকথা ,
জগৎ সভায় কেবা শ্রেষ্ঠ ? প্রশ্ন করি তোমায়......
সর্বাধিনায়ক যখন বন্দি , এসো তবে কিছু করি ফন্দি !
আমরাই হবো সবার চেয়ে শ্রেষ্ঠ ;
কিন্তু তাতে যে ঝরবে প্রচুর রক্ত !!
শুধু একটাই লক্ষ্য , হবোই হবো সর্বোৎকৃষ্ট !!
(**সর্বাধিনায়ক > সুবিশাল জনগণ** )