"আমিও কবি হতে চাই" অনেক কিছুই আমাকে শিখিয়েছে , ভাবনাতে পরিবর্তন , ভাবের দিক দেখিয়েছে । আর তার জন্য অবশ্যই "কবিতার আসর" এর বিশিষ্ট কবিদের অনবদ্য মন্তব্য ও পথের সন্ধান আমাকে অভিভূত করেছে । ভেবে ভালো লাগছে , নামজাদা সাহিত্যিক হতে না পারলে আমার এতোটুকুও কোনো দুঃখ বা হতাসা আমাকে ঘিরে থকবে না । কারন 'কবিতার আসরে'-এর কবিরা আমার পাশে আছেন ।
.............................................................................................



আমি আসছি......
আসছি তোমাদের কাছে , তোমাদের যত সুখ ভাগ করে নিতে , আমি চির বর্বর ।
আমি নিতে চাই সুখ । সুখ আমাদের একান্ত আপন । একান্ত নিজের । আমার তোমার সবার । আমি উদ্দম । আমি পাষাণ । আমি বীর । আমি শক্তি । আমি বেদুইন । আমি সত্য । আমি তোমার মন কে করেছি চুরি । আমি পাপী , আমি নষ্ট । হ্যাঁ আমি নষ্ট , তবে সেই নষ্টামি কার জন্য ????