ঘর্মাক্ত জঘন্য অবস্থাতেই যাত্রা ,
ঠিক কতদূরে – তা জানা নেই !
তবুও বিশৃঙ্খল পায়ে অবাধ্য আনাগোনা ,
বর্বরতার ছোঁয়ায় বেসামাল এই
সবুজ ঘেরা বাস,
যাকে কিনা বলে পৃথিবী !
সবুজ সেটুকু
যেটুকু গাছের পাতা ।
আর বাকি ছবিটা...
রঙচটা তৈলাক্ত বিশ্রী ,
স্যাঁত সেতে কালো ছোপে ভরা ।।